Brief Introducing

সংক্ষিপ্ত পরিচিতি

জাকারিয়া চৌধুরী (জাকারিয়া খান চৌধুরী)
জন্ম: ১৮ নভেম্বর, ১৯৩৩। শিবসাগর, আসাম (ভারত)।
শিক্ষাজীবনঃ শিক্ষা জীবন শুরু মেঘালয়ের রাজধানী শিলং ও করিমগঞ্জে, তারপর সিলেটে। করিমগঞ্জের স্কুলে অধ্যায়নকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ১৯৫৫ সালে অর্থনীতিতে সম্মান ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৫৭ সালে লন্ডনে লিঙ্কনস্ ইন (Lincolns Inn) এ ‘বার-এট-ল’ পড়ার জন্য ভর্তি হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by Software Shell